১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল
১, এপ্রিল, ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান,গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টার্চাযকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে স্থানীয় ছাত্রলীগ।
বুধবার বিকালে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি উত্তম সরকার ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে পৌর শহরে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুর্ষ্পাঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগের নতুন কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসেইন, উপজেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ কামাল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদির প্রমুখ।
প্রসঙ্গত ২৪ মার্চ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক সরকার মোঃ সব্যসাচী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের স্থগিত কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি পদে উত্তম সরকার ও সাধারণ সম্পাদক পদে মোফাজ্জল হোসেনের নাম ঘোষণা করে এক বছর মেয়াদী নতুন কমিটি অনুমোদন করেন।