শামীম খান গৌরীপুরঃ
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ক্যাম্পেইন করেছে স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা।
শুক্রবার দুপুরে পৌর শহরে হারুনপার্ক এলাকায় ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। পরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পৌর শহরে জনসচেতনতামূলক প্রচারণা চালান। এসময় জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
ক্যাম্পেইনে অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে এতে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, গিয়াস উদ্দিন, ইকবাল হাসান, নুরুল আমিন, আব্দুল কদ্দুছ, প্রদীপ বিশ^াস, শহীদ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মঞ্জুর ভাই সাংবাদিক ম. নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর শাখার সভাপতি সাংবাদিক মশিউর রহমান কাউসার, সাংবাদিক কমল সরকার, রইছ উদ্দিন, ফারুক আহম্মদ, শেখ মোঃ বিপ্লব, আরিফ আহম্মদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান রাজিবুল হক, রুবেল মিয়া প্রমুখ।