১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুর পৌরসভায় প্যানেল মেয়র হলেন যারা
১২, এপ্রিল, ২০২১, ৫:২৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার তিনজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দিতায় প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।
এই তিনজন হলেন প্যানেল মেয়র ১- নাজিম উদ্দিন (৭ নং ওয়ার্ড কাউন্সিলর), প্যানেল মেয়র ২- দিলুয়ারা আক্তার (১,২ ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর) ও প্যানেল মেয়র ৩ রোজিনা আক্তার মিতু (৪,৫ ও ৬ নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর)।
সোমবার গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম প্যানেল মেয়র নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন মেয়রের অনুপস্থিতিতে এই তিন জন প্যানেল মেয়র থেকে একজন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।
জানা গেছে গৌরীপুর পৌরসভার তিন জন প্যানেল মেয়র নির্বাচিত করার জন্য গত ৮ মার্চ পৌরসভা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। কিন্ত ওই সভায় প্যানেল মেয়র পদে প্রতিদ্বন্দী করার জন্য একাধিক প্রার্থী না থাকায় গত ১১ এপ্রিল রোববার পৌরসভায় কার্যালয়ে আয়োজিত এক সভায় জনপ্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে তিনজন প্যানেল মেয়র নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত চলতি বছরের ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে গৌরীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম হবিকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম টানা তৃতীয় বারের মেয়র নির্বাচিত হন। এছাড়াও নির্বাচনে পৌরসভার ৯ ওয়ার্ড ৯ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৩ ওয়ার্ড থেকে ৩ জন নারী কাউন্সিলর নির্বাচিত হন।