১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে মাস্ক না পরায় ১৯ জনকে জরিমানা
১৩, এপ্রিল, ২০২১, ৮:২২ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান,গৌরীপুরঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ময়মনসিংহের গৌরীপুরে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ১৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ।
এসময় করেনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণের মাঝে প্রচারণা চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নিবাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ২ হাজার ২ শ টাকা
জরিমানা আদায় করা হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।