শামীম খান গৌরীপুরঃ
গৌরীপুর থেকে নির্বাচিত ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য এইচ.এম খায়রুল বাসার নিজস্ব অর্থায়নে বুধবার (১২মে) গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে বিকাল ৪টায় সাংবাদিক, দুঃস্থ সংস্কৃতিকর্মীদের মাঝে নগদ অর্থ ও বাদ্যযন্ত্র বিতরণ করেছেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত।
এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর পরিচালক ও গৌরীপুর সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ওস্তাদ এম.এ হাই, উদীচী গৌরীপুর শাখার সাবেক সভাপতি আবুল ফজল মোঃ আজাদ হীরা, উদীচীর সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাংবাদিক কমল সরকার প্রমুখ।
২০ জন সাংবাদিক, ২৫ জন সংস্কৃতিকর্মীর মাঝে নগদ অর্থ বিতরণ ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে ঢোল, হারমোনিয়াম, একতারা এবং বেহালা প্রদান করা হয়েছে ।
জেলা পরিষদ সদস্য ও গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ.এম খায়রুল বাসার বলেন, এই দুঃসময়ে সাংস্কৃতিক কর্মীরা সবচেয়ে কষ্টকর অবস্থায় রয়েছেন, তাদের কোন কাজ নেই, তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তিনি তাদের পাশে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, সংস্কৃতিকে ও সাংস্কৃতিক কর্মীদেরকে বাঁচানোর জন্য সরকারীভাবে সহায়তার চেষ্টা করা হবে।