১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে মুজিবর্ষের ঘর উদ্বোধন উপলক্ষে প্রেসব্রিফিং
১৭, জুন, ২০২১, ৮:২৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান, গৌরীপুর( ময়মনসিংহ)থেকে

মুজিববর্ষে ময়মনসিংহের গৌরীপুরে ভূমিহীন ও গৃহহীনদের ঘর উদ্বোদন উপলক্ষে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেসব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানে মুজিববর্র্ষে প্রধানমন্ত্রীর দরিদ্রদের জন্য অগ্রাধিকারমূলক প্রকল্প ‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ’ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে ২য় ধাপে ২৫টি ঘর দেয়া হচ্ছে। ইতিমধ্যে ১৭টি ঘর নির্মাণ শেষ হয়েছে। বৃষ্টির কারণে মাটি নরম থাকায় বাকি ৮ টি ঘরে পরে নির্মাণ করে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
আগামী ২০ জুন সকাল ৯ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে সারাদেশে ঘর উদ্বোধন করবেন।
ঘরগুলো পাচ্ছেন উপজেলার ভাংনামারী ইউনিয়নে ১০জন, গৌরীপুর ইউনিয়নে ০৮ জন, সহনাটি ০২ জন, মইলাকান্দা ১জন ও মাওহা ইউনিয়নে ৪ জন। ইতিমধ্যে ১৭টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ আব্দুল ওয়াহিদুল হত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সদস্য সচিব মশিউর রহমান কাউসার, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান প্রমুখ।