১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর জেলা পরিষদের অর্থায়নে গৌরীপুরে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন
২১, জুন, ২০২১, ৬:৩১ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুরঃ

ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়দের মাঝে সেলাই মেশিন ও করোনাকালীন সময়ে অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে।
(২১ জুন) সোমবার বিকেলে গৌরীপুর উপজেলা প্রসাশনের আয়োজনে স্থানীয় পাবলিক হলে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসূফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফরিদ আহম্মেদ, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আরজুনা কবির, বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি প্রমুখ। পরে ৫০ জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও করোনাকালীন ৫৫ জনের মাঝে নগদ অর্থ ৫০০ টাকা করে বিতরন করা হয়েছে।