১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
৩০, জুন, ২০২১, ৩:৫৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুর ময়মনসিংহঃ

আমন ধানের উৎপাদন বাড়াতে উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে স্থানীয় ৬৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও ডিকেআইবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার।
এছাড়া বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত ডা. হেলাল উদ্দিন আহমেদ, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন জানান, এ উপজেলায় মোট ৬৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। হইব্রীড ধানের বীজ পেয়েছেন ২৩০ ও উফশী পেয়েছেন ৪৬০ জন কৃষক। এর সাথে তারা পরিমাণ মতো সার পেয়েছেন।