১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, জেলা/উপজেলা, নির্বাচনের মাঠ, ময়মনসিংহ ময়মনসিংহ ফুলপুর রহিমগঞ্জ স্বতন্ত্রপ্রার্থীর কেন্দ্র ভাংচুর ও মারধর।
১৭, জানুয়ারি, ২০২২, ৪:৪৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

জয়নাল আবেদীন : আগামী ৩১ জানুয়ারি ময়মনসিংহ ফুলপুর ৭নং রহিমগঞ্জ ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী সাবেক চেয়ারম্যান শেখ একরামুল হোসেন পান্না ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছিলেন।

গত রবিবার রাতে ইউনিয়নের দুটি কেন্দ্রে শিমুলতলী ও ধন্তাঘাট কেন্দ্রে নৌকা প্রতীকের আবু সাইদ সরকারের কর্মী সমর্থকগন দুটি কেন্দ্র ভাংচুর ও কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।


ঘটনার পরপরই ফুলপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লা আল মামুন পরিদর্শন করেছেন বলে তিনি এর সত্যতা স্বীকার করেছেন ।
এদিকে স্বতন্ত্রপ্রার্থী অভিযোগ আকারে বলেন তার কর্মী সমর্থকগন বিভিন্নভাবে ভয়ভীতির স্বীকার হচ্ছেন। তিনি থানায় অভিযোগ করেছেন বলে আমাদের ঢাকা টাইমস ও তথ্য প্রতিদিনকে জানিয়েছেন ।
নৌকা প্রতীকের প্রার্থী আবু সাইদ সরকার কে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।