১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুর পৌরসভার উদ্যোগে শোক র্যালী, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৫, আগস্ট, ২০২২, ৪:৫২ অপরাহ্ণ - প্রতিনিধি:

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।

জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার উদ্যোগে শোক শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে সোমবার সকাল ১১টায় পৌর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দুপুর ১২টায় পৌর মিলনায়তনে মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী প্রকৌশলী মদন মোহন দাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- পৌর নির্বাহী কর্মকর্তা মীর মোশাররফ হোসেন, প্যানেল মেয়র-১ মোঃ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার, প্যানেল মেয়র-৩ রোজিনা আক্তার চৌধুরী মিতু, ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য এইচএম খায়রুল বাসার, পৌর কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন বাচ্চু, সাবেক নারী কাউন্সিলর শিউলী চৌধুরী, জেসমিন আক্তার প্রমুখ।

আলোচনা শেষে ১৫ আগস্টে নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পূর্ব দাপুনিয়া শাহী মসজিদের ইমাম গাজী মৌলানা ওজাইফা।