১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে যুবদল নেতা নিহতের প্রতিবাদে শোকর‌্যালি।।
৮, সেপ্টেম্বর, ২০২২, ১১:০৩ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

শামীম খান,গৌরীপুর (ময়মনসিংহ)

নারায়নগঞ্জে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা শাওন নিহতের ঘটনায় ময়মনসিংহের গৌরীপুরে যুবদলের শোকর‌্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু নেতৃত্বে পৌর শহরে এই শোকর‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্প্, উত্তর জেলা যুবদলের সদস্য নাজমুল হক গোলাপ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রতন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহিদুল হক মিতুল, যুবদল নেতা শরীফ বোকাইনগরী, হান্নান তালুকদার, আল আমিন, আব্দুল্লাহ, পিপলু, আতাউর, মাসুদ, মোস্তফা , জাহাঙ্গীর, হেলাল, জুয়েল প্রমুখ।