১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা রাজধানীর যাত্রবাড়ী এলাকা হতে ২৫ কেজি গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ।
৩০, জানুয়ারি, ২০২৩, ১০:০০ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:- গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৯ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে

আনুমানিক ৭,৫০,০০০/- (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ২৫ (পঁচিশ) কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ সজীব শেখ (২২), ২। মোঃ লোকমান শিকদার (৩৭), ৩। মোঃ সাগর (১৮) ও ৪। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু (১৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার ও মাদক বিক্রয়ের নগদ-২৮,৫৫০/- (আটাশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।