১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ইস্কাটনে ডিবির অভিযান: চোরাই সিএনজি উদ্ধার ২, গ্রেফতার ১।।
৩১, মার্চ, ২০২৩, ৯:১৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকা থেকে ২টি চোরাই সিএনজিসহ চক্রের ১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আমির হোসেন। গ্রেফতারের সময় তার নিকট থেকে ২টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ ২০২৩ খ্রি.) বিকাল ৪:০০ টায় রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এস. এম হাসান সিদ্দিকী ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে চোর চক্র রমনার ইস্কাটন গার্ডেনের সামনে চোরাই সিএনজি নিয়ে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে আমিরকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধার করা হয় ২টি চোরাই সিএনজি।

এ ঘটনায় গ্রেফতারকৃত আমিরের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।