২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, শিক্ষা, স্বাস্থ্য ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে কর্মশালাসহ দিনব্যাপী বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের নানান কর্মসূচি পালিত।।
৬, জুন, ২০২৩, ৮:০৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন মারুফ হোসেন কমল  :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে ডেঙ্গু,পুষ্টি, ও ব্যক্তিগত স্বাস্থ্য সচেতন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, জাতীয় শিশু দিবস উদযাপন,ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে বিদ্যাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডেঙ্গুকে প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়, এবং বৃক্ষরোপণসহ জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, ময়মনসিংহ জেলার কমিশনার নাছিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে

বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পরিবেশ অধিদপ্তরের পরিচালক(উপসচিব) দিলরুবা আহমেদ।

প্রশিক্ষক হিসেবে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এইচ কে দেবনাথ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক।

এসময় উপস্থিত ছিলেন,মসিকের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, মসিকের সেনেটারি ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ প্রমুখ। পরবর্তীতে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।