আসাদুজ্জামান রিপন (যশোর): ঘটনা সূত্রে জানা যায় বুধবার (০১মে) ভোরে কিষাণ কাজের জন্য লাউতাড়া গ্রাম থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা করে।পথিমধ্য বেনাপোল মহাসড়কের সানরাইজ পাবলিক স্কুল ও রজনী ক্লিনিকের সামনে দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা শার্শার লাউতাড়া গ্রামের আবুল ঢালীর ছেলে এবং একই গ্রামের রেজাউল মুন্সির ছেলে আনিসুর রহমান
বাসে থাকা যাত্রী ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা টু বেনাপোলগামী গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো-ব ১২-১৭৬৮) বাসটি দ্রুত গতিতে চালিয়ে আসছিলো। বেনাপোল সানরাইজ স্কুল ও রজনী ক্লিনিকের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বেনাপোল গামী ২জন সাইকেল আরোহীকে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলে মো: মোস্তফার মৃত্যু হয় এবং অপর একজনকে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন বাসটিকে আটকিয়ে রাখলেও বাসের চালক ও হেল্পার পালিয়ে যায়।