১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ খুলনা খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন 
২৯, মে, ২০২৪, ১১:২৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

আসাদুজ্জামান রিপন (যশোর): বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ( বারটান)-এর কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও  খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অঙ্গ)  মাধ্যমে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ আজ শেষ হয়েছে ।  বারটান প্রধান কার্যালয়, আড়াইহাজার, নারায়ণগঞ্জের তত্ত্বাবধানে ও উপজেলা কৃষি অফিস, শার্শা এর সহযোগিতায় প্রশিক্ষণটি গত ২৭ মে থেকে শুরু হয়ে আজ ২৯ মমে শেষ হয় । খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি)  বিষয়ক ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করেন বারটানের ঊর্ধ্বতন   বৈজ্ঞানিক কর্মকর্তা  মোহাম্মদ  ওমর ফারুক এবং

সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো: সোহাগ মিয়া ও সহকারী প্রশিক্ষক মো: অহিদুল ইসলাম। প্রশিক্ষণে পুষ্টি ,ফলিত পুষ্টি, প্রতিদিনের সুষম খাদ্য গ্রহণের পরিমাণ, সঠিক খাদ্য গ্রহণ ও রোগ-প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি, সঠিক খাদ্যাভ্যাস ও শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গাণু সুমহ রক্ষা, শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী   ও প্রসূতি মাদের পুষ্টি ।  পুষ্টিমান বজায় রেখে খাবারের  সঠিক রন্ধন প্রক্রিয়া, অপুষ্টিজনিত রোগ সমূহ ও তার প্রতিকারসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণের বিষয় সম্পর্কিত নাটিকা, এনিমেশন ও ছবি প্রদর্শন করে শিখানো হয়। প্রশিক্ষণে অতিথি প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন শার্শা উপজেলার সম্মানিত কৃষি কর্মকর্তা জনাব দীপক কুমার শাহা। এছাড়াও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার প্রমুখ । প্রশিক্ষণে দুটি ব্যাচে ৩০ জন কৃষাণ- কৃষাণী এবং ৩০ জন উপ-সহকারি কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম,এনজিও কর্মকর্তা, পুরোহিতসহ অন্যান্য পেশাজীবির সর্বমোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।