নিজস্ব প্রতিবেদকঃ
হযরত শাহ্ জালাল রহঃ হযরত শাহ্ পরাণ রহঃ’র স্মৃতি বিজড়িত সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়নের হযরত শাহ্ মিরাপীং রহ’র পদধূলিতে ধন্য হওয়া
পুন্যভূমি মুলাগুলের ঐতিহ্যবাহী ডাউকেরগুলে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত মুলাগুল নেছারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসার ম্যানেজিং কমিটি প্রকাশ করেছেন এলাকাবাসী।
গত ১১ অক্টোবর রোজ শনিবার সকাল ১১টার দিকে মাদ্রাসা মাঠে বৃহত্তর মুলাগুলের সকল গ্রামের সর্ব সাধারণের অংশগ্রহণের মাধ্যমে লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অত্র এলাকার প্রবীণ মুরব্বি জনাব শমসের আলম সাহেবের সভাপতিত্তে ও উক্ত মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা মুফতি আলি আহমেদের পরিচালনার মাধ্যমে মাদ্রসার ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ত্ব এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি জনাব আলহাজ্ব নাজিম উদ্দিন কে সভাপতি ও হাফিজ মাওলানা সাইফুল্লাহ সাহেব কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়।
উক্ত ম্যানেজিং কমিটিতে অন্যান্য যারা স্থান পেয়েছেন তারা হলেন সহ সভাপতি মোঃ নুনু মিয়া, এম ফারুক আহমদ, মোঃ সয়েফ উদ্দিন সাবেক মেম্বার, মোঃ মালিক মিয়া, মোঃ কয়েছুর রহমান সাবেক মেম্বার, মোঃ আজাদুর রহমান বর্তমান মেম্বার, মোঃ আব্দুর রহমান জীবন সাবেক মেম্বার পদপ্রার্থী, মোঃ হাবিবুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাফিজ মাওলানা মুফতি আলি আহমদ, মোঃ দেলওয়ার হোসেন সাবেক মেম্বার পদপ্রার্থী, ডাঃ সোহেল আহমদ।
অর্থ সসম্পাদক মোঃ মোক্তার হোসেন, সহ অর্থ সসম্পাদক আলহাজ্ব সামছ উদ্দিন, মোঃ আবু তাহের।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ নাসির উদ্দীন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ গোলাম মস্তফা কামাল, মোঃ মাহতাব শাহ্।
সসম্মানিত সদস্য ডাঃ মোঃ হাচান মিয়া, মোঃ সালমান আহমদ, আব্দুল কুদ্দুস খদই, মোঃ আমির উদ্দিন, মোঃ আব্দুল কুদ্দুস পশ্চিম, মোঃ নুর আহমদ, মোঃ আলিম উদ্দিন।
পরিশেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উল্লেখ করে বলেন আমাদের উপর অর্পিত দায়িত্ত্বটুকু, সততা ও আদর্শের ভিত্তিতে দ্বিনি প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সর্বাত্মক প্রস্তুত থাকবো।
এবং মুলাগুল তথা উপজেলাবাসীর প্রতি আহবান জানিয়ে আরো উল্লেখ করেন, উক্ত মাদ্রাসার শিশু শিক্ষা প্রদর্শনী ও এনামী জলসা আগামী ২৬ অক্টোবর রোজ শনিবার অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১০ টা থেকে পরদিন ফযর পর্যন্ত মাদ্রাসার ময়দানে, বিশ্ব মানবজাতির কল্যাণে হেদায়তি ইসলামি বয়ান পেশ করবেন দেশবরেণ্য আলেম উলামারা।
মুলাগুল নেসারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সিলেট হযরত শাহ্
সুন্দর রহ’র মাদ্রাসার মুহতামিম হযরহ মাওলানা নাঈম উদ্দিন’র সভাপতিত্বে
যেসব উল্লেখযোগ্য আলেমরা নসিহত পেশ করবেন এরা হলেন দেশের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম হবিগঞ্জ বানিয়াচং থেকে আগত শায়খুল হাদিস মাওলানা ফজলুর রহমান খান, হযরত মাওলানা হারুনুর রশিদ কানাইঘাট, হযরত মাওলানা জামিল আহমদ জামালী ঢাকা সহ বৃহত্তর সিলেটের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম বয়ান পেষ করবেন।
এদিকে মাদ্রাসার শিশু শিক্ষা প্রদর্শনী ও এনামী জলসার মাহফিলকে সফল ও স্বার্থক করে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, মুলাগুল নেসারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসার সাবেক ও বর্তমান ম্যানেজিং কমিটির দায়িত্বশীল বৃন্দ।
বিঃ দ্রঃ জলসার বাজারে কোনো ধরনের খেলনার দোকান না বসানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।
নির্দেশক্রমে মাদ্রাসা কর্তৃপক্ষ।