১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ গৌরীপুুরে বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত
১৫, জানুয়ারি, ২০২০, ১১:৩২ অপরাহ্ণ -

শামীম খান গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনের হোম সিগনালের কাছে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশে ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে আসার পর রাত সাড়ে ৯ টার দিকে গোরীপুরে এ দুর্ঘটনাটি ঘটে। গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রাশিদ সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেন। তিনি বলেন এতে কোন যাত্রী আহত হননি। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় বর্তমানে ময়মনসিংহের সাথে জারিয়া, মোহনগঞ্জ ও ভৈরব লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।