১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, স্বাস্থ্য হাতুরে ডাক্তারের ওষুধ খেয়ে প্রাণ গেল শিশুর
১৫, ফেব্রুয়ারি, ২০২০, ৫:৩৫ অপরাহ্ণ -

শামীম খান গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা বাজারের হাতুরে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রাণ গেলো খুকি মনি (১০ মাস) নামের এক শিশুর।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বাজারের হাতুরে ডাক্তার আব্দুর রশিদের রিফাত মেডিকেল হলে। স্থানীয় সুত্র জানিয়েছে, এ ইউনিয়নের স্বল্প ডৌহাখলা গ্রামের মো. শাহজাহানের শিশু কন্যাকে জ্বর ও সর্দি নিয়ে রিফাত মেডিকেল হলে যান পরিবারের লোকজন। সেখানে হাতুরে ডাক্তার আব্দুর রশিদ শিশুকে রেখেই জক্স নামের দুই চামচ সিরাপ ও সাথে স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি লিমিটেড কোম্পানির এজোসিন খাওয়ান।
শিশুর চাচা আব্দুল মালেক জানান, ওই সিরাপ ও বড়ি খাওয়ানোর মিনিট দশেকের মধ্যেই শিশু খুকি নিস্তেজ হয়ে পড়ে। পরে স্থানীয় অন্য এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানানো হয় কিছুক্ষন আগে সে মারা গেছে। এ ঘটনার পর শিশুর পরিবারের লোকজন হাতুরে ডাক্তার রশিদের ওপর চড়াও হয়ে ফার্মেসিতে হামলা চালায়। এক পর্যায়ে আব্দুর রশিদ পালিয়ে যায়। এ ঘটনার পর বাজারের বিক্ষুব্ধ লোকজন ওই ফার্মেসিতে তালা মেরে দেয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।
এ ব্যাপারে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.সাইদুর রহমান জানান, ওই শিশুকে এক সাথে এই ডোজ দেয়া ঠিক হয়নি। ডোজ দেয়ার আগে জানার দরকার ছিল তার (শিশুর) ওজন ছাড়া আনুষাঙ্গিক আর কোনো ধরনের সমস্যা আছে কি না।

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘটনা শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়েছেন। পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
শনিবার এ রির্পোট লেখা পযর্ন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। এদিকে ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে একটি মহল