১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
২৫, মার্চ, ২০২১, ৪:২১ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান, গৌরীপুরঃ

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গৌরীপুর পৌরসভায় বিশেষ পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়েছে।

এ উপলক্ষে গৌরীপুর পৌরসভার উদ্যোগে ও বিডি কিন এর সহযোগিতায় বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১০টায় গৌরীপুর পৌরসভায় পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রিয় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যাদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিডি কিন এর সকল সদস্যগণ। পরে পৌর পরিষদ থেকে র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলোতে পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিডি কিনের সদস্যগণ ও পরিচ্ছন্ন কর্মীরা পরিচ্ছন্নতার কাজ করে।