১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সাহিত্য ভালোবাসার সংকট
১৪, আগস্ট, ২০২২, ৪:০৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

নাজমুল ইসলামঃ
ক্ষুধার তীব্র যন্ত্রণায় ঝলসে যাচ্ছে পাকস্থলীর ত্বক
অথচ পানি ভাতে দেখি লেগেছে নরকের আগুন
জনম দুঃখীনি বোনের সংসারের নিত্য কলহের মতই
অস্বাভাবিক গতিতে রোজই বাড়ছে বুকের ব্যথা
বাতাসে ভেসে আসছে দুর্ভিক্ষের আগাম বার্তা
আন্দোলনে ব্যর্থ হয়ে রোজই গৃহে ফিরে এক ঝাঁক পাখি
আর তোমাদের পাড়ায় দেখি দুঃখের মজবুত ঐক্য
দেখি বিশ্ব বিবেকের দুয়ারে ঝুলন্ত লোহার তালা
নীতি কথার বুলিতে মাউথপিস গরমের জঘন্য দৃশ্য
অতঃপর সুখের টানা লোডশেডিংয়ে ফেসে যায় নাগরিক জীবন
যখন ঘরোয়া রাজনীতি আর সিন্ডিকেটে ব্যস্ত শকুনের দল
মানবতাকে গলা টিপে হত্যা করে সুশীল সমাজ
পাশান হৃদয় চিতার আগুনে করে আলোর উ‌ৎসব
ঠিক তখনই গুহার আঁধারে হাবুডুবু খায় জনজীবন
দলবিচ্ছিন্ন নক্ষত্রগুলো খসে পড়ে আকাশ মহল থেকে
শত জনমের অভিশাপ নেমে আসে হৃদয় তল্লাটে
পাগলা ঘোড়া শোনায় ঘাসের সাথে সন্ধির গল্প
তখনই দুঃখগুলো সিদ্ধিলাভ করে দানব হয়ে উঠে
বুকের ভিতর বাড়ে নরকীয় আগুনের উত্তাপ
আমরা প্রতিনিয়ত পুড়ি ভীষণ অযত্নে অবহেলায়
যখন ভালোবাসার সংকটে বাড়ে যায় দুঃখের বাজার
সামীবদ্ধতায় কাফনে মোড়ানো হয় না মৃত হৃদয়
হৃদয়ের টবে বৃদ্ধি পায় আরও একদল রক্তজবা
তোমরা ঠিকঠাক দিতেও জানো না আমার যন্ত্রণার ব্যাখা