১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে ট্রাকচাপায় অজ্ঞাত যুবকের মৃত্যু
২৮, মে, ২০২০, ৬:২৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক চাপায় অজ্ঞাত এক যুবকের (২০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার গৌরীপুর-কলতাপাড়া আঞ্চলিক সড়কের তাঁতকুড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ওই যুবক সাইকেলে চড়ে গৌরীপুর-কলতাপাড়া সড়ক হয়ে গৌরীপুরে দিকে আসছিলো। তাঁতকুড়া এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় যুবকের মুখমন্ডল থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।