১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সাহিত্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সততার আদর্শ
১২, জুলাই, ২০২০, ১:২৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সততার আদর্শ

তুমি ছিলে নিরব ছায়ার মতো

বৃক্ষের ন্যায় তুমি জতিকে ছায়া দিয়ে গেছো।

জাতির কঠিন সময় তুমি হাল ছাড়োনি।

সততা, সত্যিই কত না সম্মান বয়ে আনতে পারে

তুমিই তার উজ্জ্বল উদাহরণ।

 

তোমার ন্যায় নিষ্ঠা জাতির কাছে আজ, আদর্শের ঠিকানা।

তোমার আর্শিবাদ পুষ্ট অনেকে আজ, হয়েছে আদর্শবান সু-নাগরিক।

তোমার সুদক্ষ জ্ঞান, জাতির জন্য ছিল অমিয় সুধার মতো।

সুন্দর এই বাংলার বিনির্মাণে তোমার অবদান অপরিসীম।

জাতির কঠিন সংকটে তুমি দিয়েছ সুন্দর সমাধান।

নিরঅহংকার, প্রচার বিমুখতা, তোমার চরিত্রের ছিল অনন্য বৈশিষ্ট্য।

পৃথিবী থেকে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে কতই না প্রাণ।

কে খবর রাখে ক’জনার।

কিন্তু তোমার এই প্রয়াণ যেন চির দিনই

বিষাদের সুর বয়ে যাবে, কারণ তুমি ছিলে পর্বত সমান।

তুমি ছিলে যুগান্তকারী প্রকৌশলী, অধ্যাপনায় ছিলে শীর্ষে,

গবেষক হিসেবে তোমার অবদান ছিল অপরিসীম।

তুমি বাঙ্গালি জাতির জন্য ছিলে আর্শিবাদ।

স্থপতি শিল্পে তুমি দিয়েছ, কল্পনাতিত সাফল্য।

তোমার সুন্দর শিল্পকর্ম, অনেকের অনুপ্রেরণার উৎস।

লেখকঃ

মোহাম্মদ খায়রুল আলম

প্রতিষ্ঠাতা সভাপতিঃ

এপেক্স ক্লাব অব রেনেসাঁ

রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন