১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

২৭, অক্টোবর, ২০২০, ৬:৪০ অপরাহ্ণ - প্রতিনিধি:

আহব্বান
–মাহমুদ নাঈম

এক হও মুসলিম
বেড়ে গেছে যালিম
গর্দানে দাও থাবা
জ্বিভে দাও লাভা।

ফ্রান্সের মত ভেঙ্গ চিত্র
লুকায়িত আছে মিত্র
গলা ফাটিয়ে দাও হাঁক
ফ্রান্স দেশে পৌঁছে যাক।

দলবল মিলে দাও
প্রতিবাদী হুংকার
ফ্রান্সের দেশ হোক
ফেটে ফুটে ঝংকার।

প্রিয় নবীজির কটুক্তি
মানহানি সম্মান
ফিরিয়ে দাও ফ্রান্স
রইলো আহব্বান।