১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর, স্বাস্থ্য করোনা প্রতিরোধে গৌরীপুর পৌর যুবলীগের প্রচারভিযান ও মাস্ক বিতরণ
৮, এপ্রিল, ২০২১, ৪:১৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুরঃ
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে ময়মনসিংহের গৌরীপুরে প্রচারভিযান চালিয়েছে গৌরীপুর পৌর যুবলীগ। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মধ্যবাজার এলাকায় প্রচারভিযান উদ্বোধন প্রধান অতিথি পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।


উদ্বোধন শেষে পৌরযুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চুর নেতা-কর্মীরা শহরের পথচারী, যানবাহন চালক ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করে। এসময় যুবলীগের নেতা-কর্মীরা করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা মূলক প্রচারভিযান চালান।
পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন বলেন করোন ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণের মাঝে প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
প্রচারভিযানে অন্যানদের মধ্যে অংশ পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নারী কাউন্সিলর দিলুয়ার আক্তার দিলু, মিতু আক্তার, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুখ মিয়া, তমাল খান পাঠান, সোহেল রানা, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হাবিবুর রহমান প্রমুখ।ম