১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঈশ্বরগঞ্জ, ফিচার শিশুদের লেখাপড়ায় নেই কোন নজরদারি, জড়িত হচ্ছে বিভিন্ন পেশায়।
৫, ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৪ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ-এর প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকল স্কুল, কলেজ এবং সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ রাখা হয়েছে।
এদিকে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে গিয়ে দেখা যায় আজহারুল ইসলাম (৯) নামে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশু মহাসড়কের পাশে দোকান বসিয়ে ব্যবসা করছে। তার মুখে নেই কোন মাস্ক। সে পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত বিশ্বেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার সাথে কথা বলে জানা যায় স্কুল বন্ধ থাকায় দারিদ্র পরিবারে আয়ের জন্য মাঝে মাঝে দোকানে বসে। এসকল বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সম্মুখে স্কুলগামী শিক্ষার্থীরা নানা ধরনের পেশায় জড়িত হয়ে স্কুল থেকে ঝড়ে পড়ছে অথচ শিক্ষকদের কোন নজরদারি নেই। শুধু ব্যবসার কাজে নয় সম্প্রতি ঈশ্বরগঞ্জ পৌর শহর ও তার আশেপাশে আশংকাজনক হারে বেড়ে গেছে অটো রিক্শার শিশু চালক। ফলে রাস্তাঘাটে দুর্ঘটনা পাশাপাশি পঙ্গুত্ববরণ করছে অনেক শিশু।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলার জন্য উপজেলা সরকারি পোর্টালে সার্চ করে তার নাম ও ফোন নাম্বার পাওয়া যায়নি। সরকার জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার জন্য জাতীয় তথ্য বাতায়ন তৈরি করলেও সরকারের পক্ষ থেকে বার বার তাগদা দেয়া সত্ত্বেও পোর্টাল আপডেট করে না সরকারি কর্মকর্তারা। বিশেষ করে ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যতীত প্রায় অধিকাংশ অফিসের কর্মকর্তা কর্মচারীর তথ্য নাই।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন বলেন, শিশুশ্রম প্রতিরোধে উপজেলার একটি কমিটি রয়েছে। কমিটির মাধ্যমে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ইউ,পি নির্বাচনের পর প্রতিটি দপ্তরের ওয়েব পোর্টাল আপডেট করা হবে।