১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ খেলাধুলা, জেলা/উপজেলা তারাকান্দা উপজেলায় মাসব্যাপী বালিকাদের ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত
৩, মার্চ, ২০২০, ৬:১৬ অপরাহ্ণ -

রাশিদ আহমেদ নিসর্গ : তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়ন লক্ষ্যে ২০১৯-২০ সালের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ এর ব্যবস্থাপনায় মুজিববর্ষে তারাকান্দা উপজেলায় অনূর্ধ্ব-১৬ বছরের বালিকাদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ২মার্চ বিকাল ৩.০০টায় তারাকান্দার বাট্টা ভাটপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মাসব্যাপী প্রশিক্ষণে তারাকান্দা উপজেলার চারটি স্কলের অনূর্ধ্ব- ১৬ এর ৩০জন শিক্ষার্থী অংশনেয়। মঙ্গলবার প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী। ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী এর সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক হযরত আলী তুষার। এসময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে তারাকান্দা উপজেলাকে ভেন্যু করায় এবং মুজিববর্ষে এ ধরণের মাসব্যাপী প্রশিক্ষণ আয়োজনে জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষনের গুরুত¦ অপরিহার্য সাথে সাথে খেলাধুলার তাৎপর্য তুলে ধরে গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং ছেলেদের পাশাপাশি নারী ফুটবলার আরো বেশী প্রশিক্ষণে অন্তভুক্ত করার আহবান জানান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণারর্থীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমপনি ঘোষণা করা হয় । মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ পরিচালনা করেন বাফুফে কোচ মোঃ সালাউদ্দিন । উল্লেখ্য: তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়ন লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ এর ব্যবস্থাপনায় মুজিববর্ষে তারাকান্দা উপজেলায় অনূর্ধ্ব-১৬ বছরের বালিকাদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ৩ফেব্রুয়ারী থেকে শুরু হয়।