১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৪, আগস্ট, ২০২০, ৯:৩৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

বঙ্গবন্ধু
—–মাহমুদ নাঈম
মুক্ত আকাশে পাখি উড়ে
উদয় সোনালি ভোর
সবার ঘরে সবার মাঝে
বেজে উঠে মুজিব স্বর।

পনেরো আগষ্ট রক্ত মাখা
মুজিব ছবি
শিল্পী আঁকা কল্প রেখা
পদ্য লিখে কবি।

স্বাধীন দেশে স্বাধীন বেশে
জেগে উঠে প্রভাত রবি
সবার মুখে কন্ঠ স্বরে
সবার প্রিয় মুজিব তুমি।

তোমার হাসি প্রদীপ রাশি
তুমি অনঘ সিন্ধু
বাংলা ঘরে সবার তরে
তুমি বঙ্গবন্ধু।

কবি—-মাহমুদ নাঈম