১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ লাইফস্টাইল এসএ টিভির গল্পকথা’য় রিজভী/ গল্পকথা’র অতিথি রিজভী
৬, ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ণ - প্রতিনিধি:
এসএ টিভির গল্পকথা’য় রিজভী/
গল্পকথা’র অতিথি রিজভী/

এসএ টিভির নিয়মিত আয়োজন ‘গল্পকথা’ অনুষ্ঠানে আজ ৬ ফেব্রুয়ারি শনিবার অতিথি হিসেবে থাকবেন লেখক, গীতিকার ও নাট্যকার রেজাউর রহমান রিজভী। অনুষ্ঠানে আসন্ন বইমেলায় রিজভী তার লেখা প্রকাশিতব্য নতুন বই ‘যে শহরে প্রেম নেই’ সম্পর্কে জানাবেন। এছাড়া ভালোবাসা দিবসে তার লেখা প্রকাশিতব্য নতুন গান ও শীঘ্রই প্রচার শুরু হতে যাওয়া ধারাবাহিক নাটক ‘নাটাই ঘুড়ি’ সম্পর্কে বলবেন তিনি। অনুষ্ঠানের শেষার্ধে রিজভী তার প্রকাশিতব্য বই থেকে ‘যে শহরে প্রেম নেই’ কবিতাটি আবৃত্তি করে শোনাবেন। শাহীন মাহমুদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কুমকুম লায়লা। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ বিকাল ৫টা ৩০ মিনিটে।